Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ডাকাতিয়া খালের মোহনা
স্থান

চর কুকরী মুকরী

কিভাবে যাওয়া যায়

চরফ্যাশন থেকে কচ্ছপিয়াঘাট। সেখান থেকে স্পীডবোর্ড বা ট্রলার যোগে বনে যাওয়া।

যোগাযোগ

জাকির মজুমদার উনি একজন সমাজসেবক -০১৭১৯৯৬৬৯৪১

যোগাযোগ ব্যবস্থা চরফ্যাশন থেকে কুকরী মুকরী ৩৫ কি: মি: প্রথমত বাস টলার যান বাহন কুকরী মুকরী থেকে উপজেলা সদরের দূরত্ব ৪৬ কিলোমিটার। 

ঢাকা থেকে প্রথেমে চরফ্যাশন বেতুয়া অথবা ঘোষের হাট লঞ্চ ঘাট নামতে হবে তারপর গাড়ি অথবা মটর সাইকেল চরফ্যাশন আসতে হবে। আবার সেখান থেকে কুকরী মুকরী আসতে হলে বাস অথবা মটর সাইকেলে দক্ষিন আইচা আসতে হবে তারপর সেখান থেকে রিক্সায় চর কচ্চপিয়া এসে কুকরী মুকরী আসার জন্য সেখানে ইস্প্রিট বোট আথবা  খেয়া দিয়ে কুকরী মুকরী আসতে হবে। 

বিস্তারিত

ডাকাতিয়া নাম করন করা হয়েছে এজন্য যে, এখানে বন জঙ্গলে অন্ধকার ছিল সেখানে অনেক ডাকাত থাকতো এ দ্বীপে মানুষ জন কম বসবাস করতো এখানে কোন শিক্ষার কোন আলো ছিলোনা মানুষ জন যখন রাত্র হবার পর ঘুমিয়ে পরত তখন ওরা মানুষের বাড়ি গিয়ে হামলা করতো। এ  জন্য এর নাম  করন করা হয়েছে ডাকাতি খাল।